এক নজরে
সমবায় অধিদপ্তর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত। উপজেলা/মেট্টো: থানা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষণ একাডেমি, কুমিল্লা (বাংলাদেশ সমবায় একাডেমি) এবং ময়মনসিংহ, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, মৌলভীবাজার, রংপুর, খুলনা, বরিশাল, ও নরসিংদীতে ১টি করে মোট ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।
এক নজরে উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা
১) জনবল সংক্রান্তঃ-
ক্র নং |
পদবী |
সংখ্যা |
কর্মরত |
প্রোফাইল দেখতে নামের উপর ক্লিক করুণ |
মন্তব্য |
১ |
উপজেলা সমবায় কর্মকর্তা |
০১ |
০১ |
মোঃ রফিকুল ইসলাম |
|
২ |
সহকারী পরিদর্শক |
০২ |
০১ |
১. অজয় কুমার ঘোষ ২. হেমেন্দ্র কুমার ঢালী |
|
৩ |
অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক |
০১ |
|
|
শূণ্য |
৪ |
অফিস সহায়ক |
০১ |
০১ |
মোঃ ইয়াছিন আলী |
|
৫ |
ফ্যাসিলিটিটেটর |
০২ |
০২ |
১. মোঃ আরিফুজ্জামান ২. এম শরিফুল ইসলাম |
|
০২) ঠিকানাঃ- উপজেলা পরিষদ, তালা, সাতক্ষীরা
০৩) যোগাযোগঃ- ইমেইল-uco_tala@yahoo.com
ফোনঃ- 02477744024
০৪) আমাদের কার্যক্রমঃ-সমবায় সমিতি নিবন্ধন, তদারকী, পরিদর্শন, বার্ষিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি, অবসায়ন, নিবন্ধন বাতিল
ও অন্যান্য সরকারী দায়িত্বপালন।
০৫) সমবায় সমিতির সংখ্যাঃ-
ক্রঃ নং |
সমিতির শ্রেণী |
সংখ্যা |
সদস্য সংখ্যা |
সংক্ষিপ্ত বর্ণনা |
০১ |
কেন্দ্রীয় সমবায় সমিতি |
০7 |
267 |
যা সদস্য হলো প্রাথমিক সমবায় সমিতি। |
০২ |
প্রাথমিক সমবায় সমিতি |
396 |
-- |
যা সদস্য হলো ব্যাক্তি। সদস্য সংখ্যা নূন্যতম ২০জন। |
০৬) ঋণ কার্যক্রম চলমান আশ্রয়ণ প্রকল্পঃ- উপজেলার ০1টি আশ্রয়ণ প্রকল্পে ঋণ কার্যক্রম চলমান আছে। উপজেলা আশ্রয়ণ প্রকল্পে ঋণ প্রদান ও আদায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব উপজেলা সমবায় অফিসার। উপজেলার ০1টি আশ্রয়ণ প্রকল্পের নাম নিম্নরুপঃ-
নগরঘাটা আশ্রায়ন প্রকল্প
এছাড়াও নতুন নিবন্ধিত ০৭টি আশ্রায়ন সমবায় সমিতি রয়েছে, যাদের নাম নিম্নরুপঃ
ক্রঃ নং |
নিবন্ধিত সমবায় সমিতির নাম ও ঠিকানা |
নিবন্ধন নং |
তারিখ |
সমবায় সমিতির সদস্য সংখ্যা |
১. |
পারকুমিরা আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ গ্রাম-পারকুমিরা, ইউনিয়ন: সরুলিয়া, ডাক: পাটকেলঘাটা, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা। |
০১/তালা |
২৯/১২/২০২২ |
২০ জন |
২. |
ঘোনা আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ গ্রাম-ঘোনা, ডাক: গোপালপুর, ইউনিয়ন: ইসলামকাটি, উপজেলা-তালা, জেলা- সাতক্ষীরা। |
০২/তালা |
২৯/১২/২০২২ |
২০ জন |
৩. |
নলতা আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ গ্রাম-নলতা, ডাক: খলিলনগর, ইউঃ খলিলনগর, উপজেলাঃ তালা, জেলা-সাতক্ষীরা। |
০৩/তালা |
২৯/১২/২০২২ |
২০ জন |
৪. |
জেয়ালা নলতা আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ গ্রাম: জেয়ালা নলতা, ডাক: জেয়ালা নলতা, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা। |
০৪/তালা |
২৯/১২/২০২২ |
২০ জন |
৫. |
শালিখা আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ গ্রাম-শালিখা, ডাক-শালিখা, ইউনিয়নঃ খেসড়া, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা। |
০৫/তালা |
২৯/১২/২০২২ |
২০ জন |
৬. |
গাছা আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ গ্রাম-গাছা, ডাকঃ খলিষখালী, ইউঃ খলিষখালী, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা। |
০৬/তালা |
২৯/১২/২০২২ |
২০ জন |
৭. |
নাংলা আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ গ্রাম-নাংলা, ডাকঃ গোপালপুর, ইউনিয়নঃ ইসলামকাটি, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা। |
০৭/তালা |
২৯/১২/২০২২ |
২০ জন |
|
মোটঃ |
- |
- |
১৪০ জন |
০৭) অত্র উপজেলায় ২টি দুগ্ধ প্রকল্পভূক্ত সমবায় সমিতি রয়েছে। উক্ত প্রকল্পের মাধ্যমে ২৫০ জন সদস্যদের মাঝে ঋণ সহযোগিতার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রকল্পভূক্ত সমবায় সমিতির তথ্য নিম্নরুপঃ
তালা খলিলনগর একতা প্রাঃ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ গ্রাম- জেয়ালা ,পো- জেয়ালা নলতা ,তালা,সাতক্ষীরা |
16/সাত, |
22/08/2013 |
উত্তর আটারই প্রাঃ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ গ্রাম- জেয়ালা ,পো- জেয়ালা নলতা ,তালা,সাতক্ষীরা |
17/সাত, |
22/08/2013 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস