Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক বছরসমূহের কর্মকান্ড  :

সাম্প্রতিক বছরসমূহের (বিগত ০৩ বৎসরের) প্রধান অর্জনসমূহ:


দেশের সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা রাখার প্রয়াসে সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা কাজের সুনির্দিষ্ট ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। তালা উপজেলাধীন কর্মকর্তা/কমচারীগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুনগত মান উন্নয়নে অত্র উপজেলার উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, টেকসই সমবায় গঠনে উদ্বুদ্ধকরণ, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন উল্লেখযোগ্য। বিগত তিন অর্থ বছরে মোট 67টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং 1380 জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে। বিগত তিন অর্থ বছরে মোট 669টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এছাড়া ৪২০ জন সমবায়ীর দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তিন বছরে প্রায় 1056 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে টেকসই উন্নয়নের নিমিত্তে কর্মসংস্থানকে গুরুত্বের সহিত বিবেচনা করে আরো অধিক কর্মসংস্থানের প্রয়ানে নানামুখী উদ্যোগ গ্রহন করা হয়েছে। বর্তমান বছরে ৭টি নতুন আশ্রয়ন সমবায় সমিতি গঠন করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে অত্রজেলায় ২টি দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরনের মাধ্যমে বৃহত্তর যশোর,ফরিদপুর ও খুলনা জেলার দারিদ্রদূরীকরন ও আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২টি প্রাথমিক সমিতি নিবন্ধন করে তার মাধ্যমে সদস্যদের জীবন যাত্রার মান উন্নয়ন করার মাধ্যমে সমাজে টেকসই উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে। এছাড়া ও প্রকল্প দপ্তর হতে প্রাপ্ত ২৭৫০০০০০/- টাকার চেক (২৫০ জনের) মাঝে বিতরণ করা হয়েছে। বর্তমানে উক্ত প্রকল্পের ঘূর্ণায়মান তহবিল দ্বারা সদস্যদের মাঝে ঋণবিতরণ ও আদায় কার্যক্রম চলমান রয়েছে।উপজেলা সমবায় কার্যালয় কে উপজেলা প্রশাসনের সু-দৃষ্টিগোচরের মাধ্যমে 03 টি অফিস কক্ষ এবং 01 টি বাথরুম দৃশ্যমান সহ অফিসকে আধুনিকায়ন করা সম্ভব হয়েছে।

 এছাড়াও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের সহায়ক হিসেবে আমরা সমবায় বিভাগ, খুলনা বদ্ধ পরিকর। সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দ্রুত সেবা দানের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।