আশ্রয়ন প্রকল্প পরিদর্শনঃ
অত্র তালা উপজেলায় ১টি আশ্রায়ন প্রকল্প ও ৭টি আশ্রায়ন-২ প্রকল্পভূক্ত সমবায় সমিতি রয়েছে। উক্ত প্রকল্পসমূহে দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিদর্শকদ্বয় নিয়মিত পরিদর্শন করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমবায় অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিভিন্ন সময়ে পরিদর্শন করেন।
দুগ্ধ প্রকল্প পরিদর্শনঃ
অত্র উপজেলায় ২টি দুগ্ধ প্রকল্পভূক্ত সমবায় সমিতি রয়েছে। উক্ত প্রকল্পের মাধ্যমে ২৫০ জন সদস্যদের মাঝে ঋণ সহযোগিতার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রকল্পভূক্ত সমবায় সমিতির তথ্য নিম্নরুপঃ
তালা খলিলনগর একতা প্রাঃ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ গ্রাম- জেয়ালা ,পো- জেয়ালা নলতা ,তালা,সাতক্ষীরা |
16/সাত, |
22/08/2013 |
উত্তর আটারই প্রাঃ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ গ্রাম- জেয়ালা ,পো- জেয়ালা নলতা ,তালা,সাতক্ষীরা |
17/সাত, |
22/08/2013 |
উক্ত প্রকল্পের ঋণ আদায়ের জন্য ২জন ফ্যাসিলিটেটর নিয়োগ করা আছে, যারা নিয়মিত ঋণ আদায় কার্যক্রম পরিচালনা করে থাকেন। এছাড়া বিভিন্ন সময়ে জেলা সমবায় অফিসার এবং উপজেলা সমবায় অফিসার নিয়মিত পরিদর্শন করেন এবং ঋণ আদায় কার্যক্রম মনিটরিং করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস