গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় কার্যালয়
তালা, সাতক্ষীরা।
মাঠ পর্যায়ের সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
২. প্রতিশ্রুত সেবাসমূহঃ
সিটিজেন চার্টার
ক্রমিকনং |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
উর্দ্ধতন কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
০১ |
সমবায় সমিতির নিবন্ধন |
আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে |
|
উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা অথবা www.coop.tala.satkhira.gov.bd |
ক) নিবন্ধন ফিঃ জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে ৫০০০/- টাকা, কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রে ১০০০/-টাকা, অন্যান্য প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে ৩০০/- টাকা এবং দারিদ্র বিমোচনের আওতায় সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে ৫০ টাকা ট্রেজারী চালান মূলে সরকারী কোষাগারে পরিশোধযোগ্য। খ) ভ্যাটঃ নির্ধারিত নিবন্ধন ফি এর উপর ১৫% হারে ভ্যাট ট্রেজারী চালান মূলে সরকারী কোষাগারে পরিশোধযোগ্য। |
অজয় কুমার ঘোষ, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭৫৫-৫০৪৬২৬ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ ghoshbabla79@gmail.com
|
মোঃ রফিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭১৭ ৮৬৪৮৭০ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ uco_tala@yahoo.com
|
02 |
সমবায় সমিতির উপ-আইন সংশোধন |
আবেদন প্রাপ্তির ৬০(ষাট) দিনের মধ্যে |
০১) আবেদন ফরম (ফরম-৪) (বিধি-৯(২) দ্রষ্টব্য। ০২) প্রস্তাবিত উপ-আইন/উপ-আইনের সংশোধনী সমূহ। ০৩) ব্যবস্থাপনা কমিটির সভা ও সাধারণ সভার কার্যবিবরণী এবং সাধারণ সদস্যগণের অনুকুলে প্রেরিত নোটিশ। |
উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা অথবা www.coop.tala.satkhira.gov.bd |
|
অজয় কুমার ঘোষ, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭৫৫-৫০৪৬২৬ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ ghoshbabla79@gmail.com
|
মোঃ রফিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭১৭ ৮৬৪৮৭০ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ uco_tala@yahoo.com
|
03 |
সমবায় সমিতির নিরীক্ষা সম্পাদন |
সংশ্লিষ্ট অর্থ বছরের জুলাই মাস হতে মার্চ মাস পর্যন্ত (০৯ মাস) |
১. সমবায় সমিতির হিসাব বিবরণী; ২. লেনদেন সংক্রান্ত যাবতীয় খাতাপত্র; ৩. অডিট অফিসার কর্তৃক চাহিত অন্যান্য রেকর্ডপত্র; ৪. সমিতির সভার কার্যবিবরণীসমূহ; ৫. সমিতির রেজিষ্টারসমূহ। |
সংশ্লিষ্ট সমবায় সমিতির কার্যালয় |
নীট লাভ হলেঃ ১. নিরীক্ষা ফি ও ভ্যাটঃ ক) সমবায় সমিতির ১০০(একশত) টাকা নীট মুনাফা বা উহার অংশের জন্য ১০ টাকা হারে প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০০/- (দশ হাজার) টাকা, জাতীয় ও কেন্দ্রীয় সমিতির ক্ষেত্রে ০১ কোটি টাকা নীট মুনাফার জন্য সর্বোচ্চ ৩০০০০/- (ত্রিশ হাজার) টাকা, ১ কোটি টাকার উর্দ্ধে ০২ কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০,০০০/-টাকা এবং ০২ কোটি টাকার উর্দ্ধে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা নিরীক্ষা ফি পরিশোধযোগ্য। খ) নিরীক্ষা ফি এর উপর ১৫% হারে ভ্যাট পরিশোধযোগ্য। পরিশোধ পদ্ধতিঃ ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে পরিশোধযোগ্য। ০২. সমবায় উন্নয়ন তহবিলঃ প্রত্যেক সমবায় সমিতি প্রতি সমবায় বষে উহার নীট মুনাফার উপর ৩% হারে সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ) পরিশোধযোগ্য। পরিশোধ পদ্ধতিঃ সমবায় উন্নয়ন তহবিল –খুলনা বিভাগ, সঞ্চয়ী হিসাব নং-০১০০০১৭৭৯৪৪৭১, জনতা ব্যাংক লিঃ, শ্যামলী কর্পোরেট শাখা, ঢাকা অনুকুলে অনলাইন ব্যাংকিং মাধ্যমে পরিশোধযোগ্য। |
অজয় কুমার ঘোষ, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭৫৫-৫০৪৬২৬ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ ghoshbabla79@gmail.com
|
মোঃ রফিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭১৭ ৮৬৪৮৭০ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ uco_tala@yahoo.com
|
০৪ |
বিরোধ নিষ্পত্তি |
বিরোধ/ অভিযোগ দায়েরের ৬০ (ষাট) দিনের মধ্যে। |
১) অভিযোগকারীর স্বাক্ষর সম্বলিত আবেদন; ২) অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদীর অনুলিপি।
|
কোট ফিসহ সাদা কাগজে আবেদন। |
কোট ফি ১০০(একশত) টাকা। |
জেলা সমবায় কর্মকর্তা সাতক্ষীরা। ফোনঃ ০২৪৭৭৭৪০০৭১
|
যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা। ফোনঃ 02477701981 |
05 |
অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ |
কমিটির মেয়াদ উত্তীর্ণের পরপর |
সমিতির রেকর্ডপত্র / জেলা বা উপজেলা সমবায় কার্যালয় এর রেকর্ডপত্র অনুযায়ী। |
উপজেলা সমবায় কার্যালয়/ জেলা সমবায় কার্যালয়। |
-- |
অজয় কুমার ঘোষ, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭৫৫-৫০৪৬২৬ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ ghoshbabla79@gmail.com
|
মোঃ রফিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭১৭ ৮৬৪৮৭০ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ uco_tala@yahoo.com
|
০৬ |
নির্বাচন পরিচালনা কমিটি নিয়োগ |
নির্বাচন অনুষ্ঠানের ৫০ দিন পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট পৌছাতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ ৪০ দিন পূর্বে নিয়োগ দিবেন। |
সমিতির প্রস্তাব সম্বলিত আবেদন ও উপজেলা সমবায় অফিসারের সুপারিশ। |
সাদা কাগজে আবেদন |
-- |
অজয় কুমার ঘোষ, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭৫৫-৫০৪৬২৬ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ ghoshbabla79@gmail.com
|
মোঃ রফিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭১৭ ৮৬৪৮৭০ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ uco_tala@yahoo.com
|
০৭ |
সমবায় সমিতি আিইন ২০০১ এর ৪৯ ধারায় সমিতির তদন্ত সম্পাদন |
আবেদন প্রাপ্তির সাথে সাথে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। |
১। অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠানের আবেদন; ২। কমিটির ১/৩ অংশের আবেদন; ৩। সমিতির মোট সদস্যের ১০% এর আবেদন; ৪। নিরীক্ষা প্রতিবেদনের সুপারিশ; ৫। নিবন্ধকের অধঃস্তন কোন কর্মকর্তার সুপারিশকৃত সুনির্দিষ্ট রিপোর্টের প্রেক্ষিতে। তদন্ত সংক্রান্ত সমিতির কাতাপত্র ও অন্যান্য রেকর্ডপত্র। |
সংশ্লিষ্ট গণের আবেদন। |
-- |
জেলা সমবায় কর্মকর্তা সাতক্ষীরা। ফোনঃ ০২৪৭৭৭৪০০৭১
|
যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা। ফোনঃ 02477701981 |
০৮ |
তহবিল তছরুপ বিষয়ে ৮৩ ধারায় দায় নির্ধারণ |
দায় নির্ধারণ পরবর্তী ১২০ (একশত বিশ) দিনের মধ্যে আদায়যোগ্য। |
তহবিল তছরুপ সংক্রান্ত সমিতির খাতাপত্র ও অন্যান্য রেকর্ডপত্র। |
৪৯ ধারায় সম্পাদিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে। |
-- |
জেলা সমবায় কর্মকর্তা সাতক্ষীরা। ফোনঃ ০২৪৭৭৭৪০০৭১
|
যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা। ফোনঃ 02477701981 |
০৯ |
ভ্রাম্যমাণ প্রশিক্ষণ |
০১(এক) দিন |
উপজেলা সমবায় অফিস কর্তৃক প্রশিক্ষণ আয়োজনের প্রেক্ষিতে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি কর্তৃক সমবায় সমিতির সদস্যদের মনোনয়ন প্রদান করেন। |
উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা। |
প্রশিক্ষণ প্রদানকারী কর্মকর্তাদের সম্মানী এবং অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের খাতা, কলম, ফোল্ডার ও ভাতা প্রদান করা হয়। |
অজয় কুমার ঘোষ, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭৫৫-৫০৪৬২৬ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ ghoshbabla79@gmail.com
|
মোঃ রফিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭১৭ ৮৬৪৮৭০ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ uco_tala@yahoo.com
|
১০ |
সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রশিক্ষণঃ
|
|
|
|
|
অজয় কুমার ঘোষ, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭৫৫-৫০৪৬২৬ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ ghoshbabla79@gmail.com
|
মোঃ রফিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, তালা, সাতক্ষীরা। মোবাইল নম্বরঃ ০১৭১৭ ৮৬৪৮৭০ টেলিফোন নম্বরঃ ০২৪৭৭৭৪৪০২৪ ইমেইলঃ uco_tala@yahoo.com
|
|
সমবায় ব্যবস্থাপনাঃ |
০৫(পাঁচ) দিন। |
সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট অফিস কর্তৃক সমবায় সমিতির সদস্যদের বরাবরে ইস্যুকৃত মনোনয়নপত্র |
উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা |
বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ী কুমিল্লা ও আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট এ সমবায় অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হারে সমবায়ীদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করা হয়। |
|
|
সমিতির হিসাব সংরক্ষণ কোর্স |
০৫(পাঁচ) দিন। |
||||||
আইজিএ (সেলাই) |
১৫(পনের) দিন |
||||||
আইজিএ (বেসিক কম্পিউটার) |
১০ (দশ) দিন |
||||||
আইজিএ (ব্লক বাটিক) |
০৫(পাঁচ) দিন। |
||||||
আইজিএ (মোবাইল সার্ভিসিং) |
০৫(পাঁচ) দিন। |
||||||
আইজিএ (ইলেক্ট্রীক্যাল) |
০৫(পাঁচ) দিন। |
||||||
সমবায় উদ্যোক্তা সৃষ্টি |
০৫(পাঁচ) দিন। |